‘আপনার ওসি, আপনার দ্বারে’

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): দেশ যত উন্নতির দিকে এগোচ্ছে, আইনের সেবা ততই জনগণের হাতের মুঠোয় পৌছে যাচ্ছে। এ যেন ডিজিটাল বাংলাদেশের রূপ। এমনই একটি বিষয় জানান দিলেন চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা।

‘আপনার ওসি, আপনার দ্বারে’ এই কার্যক্রম নিয়ে গরীব, দুঃখী ও অসহায় মানুষের খোঁজ খবর নিতে জনগণের দ্বোরগোড়ায় পৌঁছেছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার সাহাবাজকান্দি গ্রামে কয়েকটি বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নেন তিনি। সাথে থানার সেকেন্ড অফিসার এসআই মো. মহিউদ্দিন’সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসময় কার কি সমস্যা আছে, সে ব্যাপারে অবগত হন এই পুলিশ কর্মকর্তা। যারা গরীব, দুঃখী ও অসহায় তাদেরকে বিনা খরচে আইনের সেবা দিবেন বলে আশ্বাস  প্রদান করেন ওসি নাসির উদ্দিন। কারো কোন বহুদিনের পুরনো মামলা, জায়গা জমি সংক্রান্ত ঝামেলা, কোন অপ্রীতিকর ঘটনা বা কারো সাথে কারো পুরনো বিরোধ থাকলেও ওসিকে জানানোর পরামর্শ দেন তিনি। এ ব্যাপারে সার্বিক সহযোগীতা করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন ওসি নাসির উদ্দিন মৃধা।

তিনি বলেন, আমরা মুজিব শতবর্ষে পৌছে গেছি। এ বছরটা আমাদের অত্যান্ত আবেগের বছর। এই বছরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহন করেছিলেন। যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, সেই জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে আমরা ভাল কিছু করতে চাই। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানে বাংলাদেশ পুলিশ মুজিববর্ষে সেবা প্রদান করবে।

ওসি নাসির উদ্দিন বলেন, ‘আপনার ওসি, আপনার দ্বারে’ কথা বলুন আপনার ওসির সাথে, এই কার্যক্রমের মাধ্যমে আমরা পৌছে যাব জনগণের দ্বারগোড়ায়। জনগণের সাথে পুলিশের গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলাই হল আমাদের মূল লক্ষ্য। যেকারো যেকোন সমস্যা হলে সাথে সাথে ওসিকে বা ডিউটি অফিসারকে অবগত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।

এসময় আইন-শৃঙ্খলার অবনতি বিষয়ক কোন ঘটনা, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গি-সন্ত্রাসবাদসহ নানান বিষয়ে ওসিকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানান ওসি।

 

Print Friendly, PDF & Email

Related Posts