জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ছোট বড় প্রতিটি সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
শনিবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন সড়কে সড়কে দেখা মেলে স্প্রে গাড়িটির। করোনা ভাইরাস প্রতিরোধে এ কার্যক্রম বাস্তবায়ন করে ছেঙ্গারচর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল মান্নান বেপারী ও সকল কাউন্সিলরগণ।
এ বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র আব্দুল মান্নান বেপারী বলেন, বর্তমানে বিশ্বে যে মহামারী দেখা দিয়েছে, সেই করোনা ভাইরাস বাংলাদেশেও আক্রান্ত হচ্ছে। তাই যার যার জায়গা থেকে সচেতন হওয়া জরুরী প্রয়োজন। সচেতন হলেই এই মহামারী থেকে বাঁচা সম্ভব।
তিনি আরও বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতিটি সড়কে জীবাণুনাশক স্প্রে দিচ্ছি। যাতে করে মানুষের পায়ে ও গাড়ির চাকায় করে কোন জীবাণু না ছড়ায়। এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমি আশা করবো যারা সমাজে সচেতন ব্যক্তি আছেন, তারা সবাই যার যার অবস্থান থেকে দেশ ও সমাজের জন্য এগিয়ে আসবেন।