হবিগঞ্জ প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দুর্গম কালেঙ্গা পাহাড়ে বসবাসকারী ৫০ দরিদ্র পরিবারের মধ্যে ৩০০ করে নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রত্যেকের ঘরে গিয়ে এ অর্থ প্রদান করা হয়।
সাংবাদিক মোঃ মামুন চৌধুরীর অনুরোধে যদিও এ নিজস্ব অর্থ বিতরণের উদ্যোগ গ্রহণ করেন জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার রিবারচর গ্রামের বাসিন্দা সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার।
অনুদান বিতরণের অনুমতি নিতে গেলে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক এ বিতরণে সামিল হতে ব্যক্তিগতভাবে ৩ হাজার টাকা প্রদান করেন। সবমিলিয়ে কালেঙ্গা পাহাড়ের কালিয়াবাড়ি ও মঙ্গলিয়াবাড়ির ৫০ পরিবারের মাঝে প্রায় ১৫ হাজার টাকা নিজ হাতে বিতরণ করে দেন সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর খায়রুল আলম, সমাজসেবক জামাল আহমেদ দুলাল, জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী। বিতরণ সহায়তা করেন কালিয়াবাড়ি পুঞ্জির বাসিন্দা রাজ কুমার দেববর্মা। ঘরে বসে নগদ অর্থ পেয়ে পাহাড়ি পরিবারগুলো আনন্দিত। তারা অর্থদাতা ও সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞ।
ওসি শেখ নাজমুল হক বলেন, এ পরিস্থিতিতে পাহাড়ি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ একটি মহৎ কাজ। এ কাজে আমি কিছুটা হলেও সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার বলেন, এ সময়ে পাহাড়ের সকল পরিবারের মধ্যে দিতে পারিনি। তবে সামর্থ্য অনুযায়ী ৫০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করতে পেরে ভাল লাগছে। পাশাপাশি এ কাজে যুক্ত হয়ে অনেক বড় মনের পরিচয় দিলেন ওসি শেখ নাজমুল হক।
কালিয়াবাড়ি পুঞ্জির হেডম্যান বিনয় দেববর্মা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সময়ে আমাদের খোঁজ খবর নিয়ে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিলেন ওসি শেখ নাজমুল হক ও সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার। আমরা তাদের কথা ভুলতে পারব না।
পৌরসভার কাউন্সিলর খায়রুল আলম বলেন, বিতরণ কার্যক্রমে এসে অত্যন্ত ভাল লেগেছে। এ পরিস্থিতিতে পাহাড়ি পরিবারগুলোর পাশে সংশ্লিষ্ট সবাইকে দাঁড়ানোর জন্য তিনি আহবান জানিয়েছেন।
এম এম চৌধুরী/এইচ