অতি দরিদ্র মানুষের মাঝে আরডিআরএস বাংলাদেশ’র নগদ অর্থ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: চলমান করোনা পরিস্থিতিতে দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ ও অতি দরিদ্র মানুষের মাঝে আরডিআরএস বাংলাদেশ নরসিংদী আঞ্চলিক অফিসের সকল শাখায় নগদ অর্থ অনুদান হিসাবে বিতরণ করা হয়েছে।

৩০০ জন দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ ও অতি দরিদ্র মানুষের মাঝে ৫০০ টাকা করে নগদ অর্থ অনুদান হিসাবে বিতরণ করা হয়। তালিকাভূক্ত ৩০০ জন দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ ও অতি দরিদ্র মানুষের মাঝে আগামী ৪ সপ্তাহ ব্যাপি ৫০০ টাকা করে নগদ অর্থ অনুদান হিসাবে বিতরণ করা হবে।

আরডিআরএস বাংলাদেশ নরসিংদী আঞ্চলিক অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) মোঃ মোমিনুল ইসলাম বলেন এ সব দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ ও অতি দরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে নগদ অনুদান বিতরণ করা হচ্ছে, পাশাপাশি করোনা বিষয়ে সচেতন করা হচ্ছে যে, করোনা আতঙ্ক নয়, করোনা সর্ম্পকে আমাদের সচেতন হতে হবে। দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবত পরিস্কার করতে হবে, হাঁচি ও কাশির সময়ে কাপড় দিয়ে অথবা কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে ফেলতে হবে , যেখানে সেখানে কফ,থুথু ফেলানো যাবে না। নাক ও মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। বাড়ীতে অবস্থান করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

অনুদান বিতরণ কালে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ নরসিংদী রিজিওনের রিজিওনাল ম্যানেজার মোঃ মোমিনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ শাহারিয়ার হোসেন, হিসাব রক্ষক কাঞ্চন চন্দ্র রায় প্রমুখ।

এম এম চৌধুরী/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts