বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কয়েকদিন আগেই হিমাচল প্রদেশের ভূমিকম্পে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার ভূমিকম্পে কাঁপল আসাম।
রোববার রাতে রাত সাড়ে ১১ টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। গুয়াহাটি সহ আসামের একাধিক অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে। যদিও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর আসেনি এখনও পর্যন্ত।
গত সপ্তাহেই ২৪ ঘণ্টায় পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চাম্বা। সেখানেই পরপর দু’টি কম্পন অনুভূত হয়।
গত রোববার গভীর রাতের পর গত সোমবার সকালেও ভূমিকম্প হয় ওই এলাকায়। রোববার রাতে রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৫। সোমবার কম্পনের মাত্রা একটু কম, ৩.৬।
এর আগে পরপর পাঁচবার কম্পন হয় এই চাম্বায়। যদিও কম্পনের মাত্রা খুব বেশি ছিল না। রিখটার স্কেলে সেদিন কম্পনের মাত্রা ছিল ৩ থেকে ৪.৩ এর মধ্যে। যদিও পরপর এভাবে কম্পনে এলাকার মানুষ রীতিমত আতঙ্কিত।
এদিকে, করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। তার মধ্যেই ফের আসামে ভূমিকম্প নতুন আতঙ্ক তৈরি করল।