হবিগঞ্জ প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরানবাজারে ১০ টাকা কেজি চাল বিক্রি উদ্বোধন ও ত্রাণ বিতরণ করলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সরকারের খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় শায়েস্তাগঞ্জ পুরানবাজারে ১০ টাকা দরে চাল বিক্রি উদ্বোধন করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন এমপি আবু জাহির।
এ সময় করোনা ভাইরাস সম্পর্কে করণীয় সচেতনতামূলক প্রচারণাকালে তিনি বলেন, যেহেতু করোনা ভাইরাসের এখনও পর্যন্ত কোন ভ্যাকসিন তৈরী হয়নি সেজন্য জনসচেতনতার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন মানুষদের খাবার দিয়ে যাচ্ছেন। ১০ টাকায় প্রতি কেজি চাল বিক্রি চলছে। করোনা পরিস্থিতিতে এই সহায়তা অব্যাহত থাকবে। তাই সবাই ঘরে থাকুন। এ সময় সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অনেকে অস্বচ্ছলদের সহায়তায় এগিয়ে আসায় ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইউএনও সুমী আক্তার, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমান, আতাউর রহমান মাসুক, আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদার, পৌর কাউন্সিলর খায়রুল আলম, আওয়ামীলীগ নেতা জামাল আহমেদ দুলাল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক টিএম আফজাল, কলেজ ছাত্রলীগ সভাপতি জয়নাল সরদার প্রমুখ।
পুরানবাজারের ডিলার আব্দুল্লাহ সরদার বলেন, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ৫০ টাকায় ৫ কেজি চাল জনপ্রতি বিক্রি করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমানের উপস্থিতিতে সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ৩ হাজার কেজি ৬০০ জনের মাঝে বিতরণ করা হয়। ১০ টাকায় প্রতি কেজি চাল পাওয়ায় দরিদ্র লোকজনের বিরাট উপকার হয়েছে।
এম এম চৌধুরী/এইচ