হবিগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ত্রাণ আত্মসাৎকারীদের বিরুদ্ধে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শতাধিক যুবক ও তরুণ মিলে মাথা ন্যাড়া করে এর তীব্র নিরব প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু একটি মহল বিষয়টি অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
শরীফ নামে এক যুবক এ প্রতিবেদককে জানান, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে ভালবেসে চলেছি।
এখানে করোনা পরিস্থিতিতে বর্তমান সরকার দেশজুড়ে ত্রাণ নিয়ে অসহায়দের পাশে রয়েছে। এ সময়ে একটি মহল ত্রাণ আত্মসাতে মরিয়া হয়ে উঠেছে। আইন প্রয়োগকারীদের হাতে ধরা পড়ছে। এসব খবর জানার পর মনে বড় কষ্ট। মনে প্রশ্ন জেগেছে, এ সময়ে যারা এসব করছে তারা কি মানুষ?
অবেশেষে আমরা যুবক মিলে সিদ্ধান্ত নিলাম এর নিরব প্রতিবাদ জানানোর। তাই আমরা দুরত্ব বজায় রেখে মাথা ন্যাড়া করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। একইভাবে বেশ কিছু তরুণও মাথা ন্যাড়া করে প্রতিবাদ করেছেন।
এখানে একটি মহল আমাদের ছবিকে পুঁজি করে মিথ্যা তথ্য প্রদান করে সমাজে আমাদের হেয় করছে। আমরা মাথা ন্যাড়া করে নিজ নিজ স্থানে অবস্থান করছি। দোয়া করছি সবার জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে এ মহামারি থেকে হেফাজত করেন।
এম এম চৌধুরী/এইচ