বরখাস্ত কুয়েত মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসক

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা না দেয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ছয় চিকিৎসককে ।

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান শনিবার এ তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন- হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসঃ) ডা. হীরম্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডা. উর্মি পারভিন, মেডিকেল অফিসার ডা. কাওসার উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হক।

ছয় চিকিৎসকের তিনজন হাসপাতালে অনুপস্থিত, দুইজন আক্রান্ত রোগী দেখতে অনিচ্ছুক, একজন ইস্তফা দিয়েছেন।

কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন গত ৯ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে চিঠি দিয়ে জানান যে, এই ছয় চিকিৎসক কোভিড-১৯ কেন্দ্রে সেবা প্রদান করছেন না।

Print Friendly, PDF & Email

Related Posts