বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চলতি মাসের শেষে শ্রীলংকা আসার কথা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে ওই সিরিজ। এছাড়া জুন-জুলাই ও আগস্টে নিউজিল্যান্ডের নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফরে আসার কথা ছিল। ওই সিরিজগুলোর মাথার ওপরেও শঙ্কার কালো মেঘ।
তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনই জুন-জুলাইয়ের সিরিজ এমনকি আগস্টে বাংলাদেশ সফর স্থগিতের কথা ভাবছে না। সংবাদ মাধ্যমকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, নর্দান হ্যাম্পাশায়ার ও ওয়েস্ট ইন্ডিজ সফর অনিশ্চিত। তবে আগস্টে বাংলাদেশ সফর এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের ভারত সফর স্থগিতের সময় এখনও আসেনি।
তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত সকলের জন্য অবশ্যই এই পরিস্থিতি অত্যন্ত হতাশার। বিশ্বব্যাপী যেভাবে করোনা ছড়িয়ে পড়েছে আমাদের শুধু নিজ দেশের লোকের নিরাপদ রাখার কথা চিন্তা করলেই হবে না, বিশ্বের সকল মানুষের সুস্থতার বিষয়টি মাথায় রাখতে হবে। চলমান এই লকডাউনের সঙ্গে আমরা তাই পুরোপুরি একাত্মতা প্রকাশ করছি।’
এছাড়া দেশটির ক্রিকেট বোর্ডের কেন্দ্রিয় চুক্তিতে থাকা ক্রিকেটার এবং কর্মীদের বেতন কাটার ব্যাপারে হোয়াইট জানান, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। কর্মীদের ওপর চাপ পড়ে এমন কোন সিদ্ধান্ত তারা না নেওয়ার চেষ্টা করবেন। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে, সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।