বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের শারীরিক অবস্থা ভালো নয়।
সম্প্রতি হার্ট সার্জারি হয়েছে উত্তর কোরিয়ার সর্বেসর্বা এই রাষ্ট্রনেতার। অপারেশনের পর তার অবস্থা বেশ সঙ্কটজনক বলেই জানা যাচ্ছে।
যদিও উত্তর কোরিয়ার তরফ থেকে এই রিপোর্ট স্বীকার করা হয়নি, তবে গোয়েন্দা রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে।
৩৬ বছরের রাষ্ট্রনেতা কিমকে শেষ দেখা গিয়েছিল গত ১১ এপ্রিল। সরকারি একটি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। এরপর তার প্রয়াত পিতামহ কিম ইল সাং-এর জন্মিদন পালন করেন ১৫ এপ্রিল। এরপর থেকেই রহস্যজনকভাবে উধাও তিনি। কোথাও দেখা যাচ্ছে না তাকে।
উত্তর কোরিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি হার্ট সার্জারি হয়েছে তার। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
তিনি অসুস্থ থাকলে কে ধরবে উত্তর কোরিয়ার হাল? মনে করা হচ্ছে তার বোন কিম ইয়ো জং হয়ত দায়িত্ব নিতে পারেন।