ঘূর্ণিঝড় আম্পান বঙ্গোপসাগরে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড় আম্পান। সোমবার (১৮ মে) ভোরেই এই খবর জানিয়েছেন ভারতীয় আবহাওয়া অফিস। ভোরে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরের মধ্যভাগে পৌঁছে গিয়েছে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়।

আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী, ভোরে ঝড়টি অবস্থান করছিল ওড়িশ্যার পারাদ্বীপ থেকে ৮৭০ কিলোমিটার দূরে। কয়েক ঘণ্টার মধ্যেই চরম আকার ধারণ করবে বলেও জানানো হয়।

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় উপকূলের সুন্দরবন এলাকায় জোরদার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সুন্দরবনের বিভিন্ন এলাকার বিধায়ক, বিডিও, পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরা।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, রায়দিঘি-সহ একাধিক এলাকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

একইভাবে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। ইতিমধ্যেই বসিরহাটে তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। ঘূর্ণিঝড় মোকাবিলায় নদী তীরবর্তী এলাকাগুলিতে প্রশাসনের তরফে চলছে সতর্কতামূলক প্রচার।

Print Friendly

Related Posts