করোনাকালে মেসিতে নতুন করে উজ্জীবিত বার্সা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি লকডাউনে থাকার পর বেশ চনমনে এক ভাব নিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার খেলোয়াড়রা। সবাই ঘাম ঝরাচ্ছেন কম-বেশি। তবে আলাদা করে নজর কেড়েছেন অধিনায়ক, বেশি পরিশ্রম যে করছেন লিওনেল মেসি। মরিয়া হয়ে আছেন খেলায় ফিরতে। তার পরিশ্রম সতীর্থদের যোগাচ্ছে বাড়তি অনুপ্রেরণা। এমন মন্তব্য মেসির বার্সামেট জর্ডি আলবার।

২৭ রাউন্ড পর্যন্ত খেলার পর বন্ধ হয়ে যাওয়া লা লিগা আবারও চালু হচ্ছে ১১ জুন থেকে, সেভিয়া-রিয়াল বেটিস ম্যাচ দিয়ে। দুদিন বাদে রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সা।

খেলা গড়ানোর আগে অধিনায়ক হিসেবে সবাইকে মাঠে প্রতিনিয়ত উজ্জীবিত করছেন মেসি, টিভিইকে সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন কাতালানদের স্প্যানিশ লেফটব্যাক জর্ডি আলবা।

‘সে আমাদের সেরা খেলোয়াড়। তাকে আমাদের সঙ্গে পাওয়াটা খুব উপভোগ করি। লিও’র উদ্যম দলের বাকি সবার মাঝে ছড়িয়ে পড়েছে।’

লিগ থেমে যাওয়ার আগে ১৯ গোলে লা লিগার শীর্ষ গোলদাতা ছিলেন মেসি। ১৪ গোল নিয়ে দুইয়ে রিয়াল ফরোয়ার্ড করিম বেনজেমা।

দল হিসেবেও সবার মানসিকতা তুঙ্গে আছে বলে জানিয়েছেন আলবা, ‘দলের সবাই বেশ উদ্যমী-উৎসাহী। মানসিক-শারীরিকভাবে আমরা আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছি, এতটা ভালো আগে কখনো ছিলাম না।’

Print Friendly, PDF & Email

Related Posts