আজ রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে মাঠে নামবে মেসিরা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দীর্ঘদিন পর মাঠের ফুটবলে ফিরতে যাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আজ রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে মেসির বার্সেলোনা। এই ম্যাচের আগে এক ভিডিওবার্তায় মেসি জানিয়েছেন, মাঠে ফিরতে আর তর সইছে না তাঁর। এই দীর্ঘ সময় খেলা থেকে দূরে থাকায় উপলব্ধি করতে পেরেছেন আবারও খেলতে পারাটা তাদের জন্য সবচেয়ে বড় উপহার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সর্বশেষ মার্চ মাসে মাঠে নেমেছেন মেসি। এরপর বন্ধ হয়ে যায় স্প্যানিশ লা লিগা। তবে করোনা সঙ্কট কাটিয়ে তিন মাসের বিরতির পর বৃহস্পতিবার সেভিয়া-রিয়াল বেটিস ম্যাচ দিয়ে ফিরেছে লা লিগা।

আজ রাত ২টায় মাঠে নামবে লা লিগার শীর্ষ দল বার্সেলোনা। এর আগে খেলার সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক ভিডিওতে বার্সেলোনা অধিনায়ক মেসি বলেন, ‘খেলা থেকে দূরে থাকাটা আমার মধ্যে এই ভাবনার জন্ম দিয়েছে। অন্য যে কোনো খেলোয়াড়ের মতো আমিও অনুভব করি। আমি কেবল খেলতে চাই। খেলতে পারা একটি উপহার। অনেকের সমর্থন পাওয়া, এমনকি আরও বেশি কিছু।’

মেসি মনে করেন, ফুটবল খেলার মধ্য দিয়ে নিজে যেমন অনুপ্রাণিত হোন, একইভাবে অন্যজনকেও অনুপ্রেরণা দিতে পারেন। এমনকি এই ফুটবলের মধ্য দিয়ে অন্যদের আনন্দ উপহার দিতে পারেন জানিয়ে আরও যোগ করেন, ‘ফুটবলের মধ্য দিয়ে অন্যকে অনুপ্রাণিত করতে পারা যায় এবং নিজেও অনুপ্রাণিত হওয়া সম্ভব। সম্ভবত ফুটবলই সবচেয়ে সেরা উপহার, অন্যদের আনন্দ দেওয়ার জন্য। ফুটবল ফিরেছে, আমি আবার এর উপহারের জন্য প্রস্তুত।’

চলতি লা লিগায় মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ২৭ রাউন্ড শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। ২২ ম্যাচে ১৯ গোল করে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা মেসি। পাশাপাশি তিনি সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন ১২টি।

Print Friendly, PDF & Email

Related Posts