বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমতায় রিয়াল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ স্প্যানিশ লা লিগায় বুধবার (২৪ জুন) রাতে জয় পেয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমতায় রিয়াল মাদ্রিদ।

আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে। এই জয়ের ফলে বার্সেলোনাকে পেছনে ফেলে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা।

বুধবার রাতের জয়ে ৩১ ম্যাচ থেকে ৬৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে সমতায় পৌঁছল রিয়াল। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট ৬৮ আগেই সংগ্রহ করেছিল লালিগা সেরা বার্সেলোনা।

বুধবার রাতে ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে রিয়াল। এ সময় লুকা মদ্রিচের বাড়িয়ে দেওয়া বল থেকে দারুণ চিপে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর গোল করেন অধিনায়ক সার্জিও রামোস। ৫৭ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলটি করেন স্প্যানিশ এই ফুটবলার।

এই ম্যাচে একটি রেকর্ডও হয়। ম্যাচের শেষ মুহূর্তে মায়োর্কার হয়ে মাঠে নামেন ১৫ বছর বয়সী লুকা রোমেরো। এর মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েন।

৩১ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৮তম অবস্থানে আছে মায়োর্কা। আছে রেলিগেশন ঝুঁকিতে।

Print Friendly

Related Posts