যৌথ উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লায়ন্স ফাউন্ডেশন এর সহায়তায় এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস ও হেনা আহমেদ হাসপাতাল এর যৌথ উদ্যোগে গত ২৭ জুন শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের, মুন্সগিঞ্জ এ অবস্থিথ হেনা আহমেদ হাসপাতালের অঙ্গনে করোনায় ক্ষতিগ্রস্ত হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল বিতরন করা হয়।

খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নায়লা পারভীন, প্রজেক্ট ম্যানেজার, ইউপিএইচসিএসডিপি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পি এ-৩, ঢাকা, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর, লিও অদুত রহমান ইমন, সাবেক সভাপতি, লিও ক্লাব অব ঢাকা ওয়েসিস।

অন্যান্যদের মধ্যে ছিলেন ইউনিয়নের সম্মনিত ব্যক্তিবর্গ এবং হেনা আহমেদ হাসপাতালের চিকিৎসক ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আসিফ মাহমুদ, ম্যানেজার হেনা আহমেদ হাসপাতাল।

উপকার ভোগীদের মধ্যে খাদ্য সামগ্রীর হিসেবে সর্বমোট চারশ কেজি চাল বিতরণ করা হয় । ত্রাণ গ্রহণকারীরা প্রত্যাকে সানন্দে ত্রান সামগ্রী গ্রহন করেন এবং লায়ন্স ক্লাব ও হেনা আহমেদ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন।

Print Friendly

Related Posts