মেট্রো নিউজ : গোলাপি বল নিয়ে বিতর্ক চললেও আগামী মাসে সেই বলেই দিন রাতের টেস্ট করা হবে বলে জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ২৭ নভেম্বরের অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে প্রথম দিন রাতের টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ গোলাপি বলেই খেলা হবে জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
গোলাপি বল নিয়ে বিতর্ক অবশ্য অনেক দিনের। রাতে সাধারণ লাল বলের মতো দেখতে লাগবে বলে কোকাবুরা দাবি করলেও বেশ কয়েক জন ক্রিকেটার জানিয়েছিলেন, সিম দেখতে অসুবিধা হচ্ছে তাঁদের। তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর দাবি, “বল দেখতে রীতিমতো সমস্যা হচ্ছে আমার। সিম ঠিকমতো দেখা যাচ্ছে না।” প্রায় একই অভিয়োগ অ্যাডাম ভোজেসেরও। বল নিয়ে অভিযোগ এসেছে বোলারদের কাছ থেকেও। অজি পেসার হ্যাজেলউডের দাবি, “গোলাপি বল সমস্যায় ফেলবে ব্যাটসম্যানদের।”
তবে এই সব বিতর্কের মধ্যেও গোলাপি বলেই টেস্টের আয়োজন করতে মরিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্রের দাবি, “সাত বছর ধরে কোকাবুরা এই বল নিয়ে কাজ করছে। আমার বিশ্বাস এই গোলাপি বলে দিন রাতের টেস্ট আরও দর্শক বাড়াবে।”