ভোলার কৃতি সন্তান আলমগীর হোসেন ট্যুরিস্ট পুলিশের এসপি হলেন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভোলা জেলার কৃতি সন্তান ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আলমগীর হোসেন (১৮ মাস আগে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এখন ঢাকায় ট্যুরিস্ট পুলিশের এসপি।

রোববার (৫ জুলাই) পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন তাঁর দায়িত্বকালীন সময়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, আল মামুন সরকারসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে দোয়া কামনা করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনের ভূয়সী প্রশংসা করে আগামী কর্মস্থলে তার সাফল্য কামনা করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts