টাঙ্গাইলে পুলিশ-চিকিৎসকসহ আরও ২৪ জন আক্রান্ত, মৃত্যু ১

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এতে জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। জেলায় নতুন করে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৯৩ জনে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১১ জন, মির্জাপুরে ১০ জন, মধুপুরে ২ জন এবং সখীপুর উপজেলায় ১ জন রয়েছেন। অপরদিকে করোনা নিয়েই জেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৭ জনের মৃত্যু হলো।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানান, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ২৪ জনের পজেটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৮৯ জন।

এদিকে টাঙ্গাইল সদর উপজেলার করোনা নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙ্গাইল পৌর এলাকায়। তিনি গত ৪ জুলাই মারা যায়। তবে বিষয়টি আজ প্রকাশ পায়। নতুন আক্রান্তদের পুলিশ ট্রেনিং সেন্টারের ২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই কনস্টেবল।

এ নিয়ে জেলায় মোট ৩১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এছাড়া দুইজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সখীপুর উপজেলায় ৪ বছরের এক কন্যা শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে ওই শিশুর পিতা করোনায় আক্রান্ত হয়।

টাঙ্গাইলে ১২ টি উপজেলার করোনায় আক্রান্ত সংখ্যা হলো, টাঙ্গাইল সদর ১৭৫, মধুপুর ৪৩, ধনবাড়ী ৩১, গোপালপুর ৩৬, ভূঞাপুর ৩৭, ঘাটাইল ২৯, কালিহাতী ৪৩, নাগরপুর ৩৯, দেলদুয়ার ৪৩, মির্জাপুর ২৭৪, বাসাইল ১৫, সখীপুর ২৮।জেলায় শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৭৯৩ জনে।

 

Print Friendly, PDF & Email

Related Posts