রাজধানীতে উদ্যোক্তা সম্মেলনে বক্তারা
বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় বিশ্বস্ত প্লাটফরমের অভাব দূর করবে খেদমত এন্টারপ্রেনারশীপ এন্ড ই-কমার্স প্লাটফরম। গ্রাহক সন্তুষ্টি আর বিশ্বস্ততা এ দু’য়ের মাধ্যমে অনলাইন কেনাকাটায় সেই বিশ্বস্ততা আরো সুদৃঢ় অর্জনের মাধ্যমে এগিয়ে যাবে খেদমত এন্টারপ্রেনারশীপ এ আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
৯ অক্টোবর শুক্রবার রাজধানীর রামপুরায় স্বাস্থ্যবিধি মেনে খেদমত এন্টারপ্রেনারশীপ এন্ড ই-কমার্স প্লাট ফরম আয়োজিত উদ্যোক্তা সম্মেলনে অতিথিরা এ আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, টেকনোলজির ব্যাপকতা বাড়লেও ভোক্তা বা ক্রেতারা এখন অনলাইন কেনাকাটায় ব্যাপক প্রতারণার শিকার হচ্ছেন এবং নিরাপদ পরীক্ষিত পণ্য পাচ্ছেন না। এ ক্ষেত্রে খেদমত ই-কমার্স সাইট দেশ-বিদেশের আপামর মানুষদের নিরাপদ এবং কোয়ালিটি পণ্য কেনাকাটার যে বিশ্বস্ত প্লাটফরম তৈরি করেছে তা সর্বমহলে প্রশংসিত এবং সাধারণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তারা এ উদ্যোগ আরো সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
খেদমত এন্টারপ্রাইজ এন্ড ই-কমার্স প্লাট ফরম সাইটের প্রধান সমন্বয়ক মাজহারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন খেদমত সাইটের মূল সংগঠন বিনি (বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউ ইনিসিয়েটিভ)’এর চেয়ারম্যান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল বাশার,পলিসি রিচার্স সেন্টার বাংলাদেশের উপদেস্টা কর্নেল (অব.) আশরাফ আল দীন (পিএসসি), বিসিকের উপমহাব্যবস্থাপক গোলাম হাফিজ মো. পাভেল, আইসিটি মন্ত্রণালয়ের সি.সহকারী সচিব মো. মাহবুবুর রহমান, বিনি’র প্রধান সমন্বয়ক ও গবেষণা পরিচালক ইঞ্জিনিয়ার লিমন লোকমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বিডার প্রধান সমন্বয়ক আল্পনা ফেরদৌসি বীথি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. বশির আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট লিপি কাজী প্রমুখ।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা হতে অংশগ্রহণকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্রেস্ট এবং সম্মামনা সার্টিফিকেট প্রদান করা হয়।