পোল্ট্রি শিল্প রক্ষায় মতবিনিময়

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মহামারি করোনার ধাক্কা লেগেছে পোল্ট্রি শিল্পে। ফলে পোল্ট্রি ব্যবসায় সংশ্লিষ্টরা ভাল নেই। পোল্ট্রি শিল্পে জড়িত দেশের লাখো পোল্ট্রি কর্মী অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

এমতাবস্থায় পোল্ট্রি শিল্পকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে পোল্ট্রি শিল্প মালিকদের সাথে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায় কৃষি মন্ত্রণালয়ে মতবিনিময় করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি পোল্ট্রি শিল্পের দুরাবস্থার কথা মনোযোগ দিয়ে শোনেন। এবং এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা জানান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্স্যাল পোল্ট্রি হ্যাচারিজ লিমিটেডের পরিচালক আলহাজ এম এ কাদের, কৃষিবিদ ড. রুস্তম আলী ও নিখিল কুমার পাল।

Print Friendly, PDF & Email

Related Posts