জিম্বাবুয়ের বিপক্ষে চূড়ান্ত দল ঘোষণা

মেট্রো নিউজ : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ সদস্যের প্রাথমিক দল থেকে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি।

প্রাথমিক দলে থাকা এনামুল হক বিজয়ের অবশ্য চূড়ান্ত দলে জায়গা হয়নি। জায়গা হয়নি ইমরুল কায়েস, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদেরও। চূড়ান্ত দলে রয়েছেন নতুন মুখ পেসার কামরুল ইসলাম রাব্বি। রয়েছেন আল-আমিন হোসেনও।

আগামী ৫ নভেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এরপর ৭ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ৯ নভেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। সব ওয়ানডে ম্যাচই দিবা-রাত্রির।

 প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল:

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, জুবায়ের  হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

 

Print Friendly, PDF & Email

Related Posts