প্রথম বাংলা ভাষার ব্রাউজার ‘দুরন্ত’ নিয়ে এলো রবি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লাইভ টেকনোলজিস লিমিটেড-এর সাথে অংশীদারির মাধ্যমে প্রথমবারের মতো ‘দুরন্ত’ নামের একটি বাংলা ভাষাভিত্তিক ব্রাউজার নিয়ে এসেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান, রবি।

দুরন্ত হচ্ছে বাংলাভাষা ভিত্তিক প্রথম বাংলাদেশি ব্রাউজার যেখানে লাইভ টিভি, ভিডিও, অডিও গান, এফএম রেডিও, খেলাধুলা এবং তথ্য বিনোদনমূলক নানা ধরনের কনটেন্ট রয়েছে। ব্রাউজারটি ব্যবহারের বড় সুবিধা হলো এটি খুব কম ডেটা ব্যবহার করে  চালানো যায়, অযাচিত বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে আটকে যায় এবং  দ্রুত গতির ব্রাউজিং অভিজ্ঞতা দেয়।

বাংলা ভাষাকেন্দ্রিক দুরন্ত ব্রাউজারটি মোবাইল এর মাধ্যমেই ব্যবহার করা যাবে। গুগল  প্লে-স্টোর, অথবা  এই লিংক থেকে https://duronto.com.bd/  ব্রাউজারটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

Print Friendly, PDF & Email

Related Posts