জ. ই বু্লবুল: বিআইএ কর্তৃক আয়োজিত ‘Different Dimensions of Liability Insurance’ শীর্ষক সেমিনার গত ২৯ মার্চ ভার্চুয়াল প্ল্যাটফর্মে (জুম অ্যাপস) একাডেমির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ড. এম. মোশাররফ হোসেন FCA, চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
মডারেটর হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, এ্যাকচুয়ারি, চেয়ারম্যান, একাডেমিক কমিটি, বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি।
সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক এস.এম ইব্রাহিম হোসাইন, এসিআইআই ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এ.কে.এম. এহসানুল হক FCII, পরিচালক, সাধারণ বীমা কর্পোরেশন, সৈয়দ সেহাব উল্লাহ আল-মঞ্জুর ACII, উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রগতি ইনসিওরেন্স লি: এ.এস.এম. সাইফুল ইসলাম, Senior Claims Representative & Subrogation Consultant, Intact Insurance, Ontario, Canada এবং ব্যারিষ্টার আনোয়ার আহমেদ চৌধুরী, এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বিশ্বের অনেক দেশে আইনের মাধ্যমে বিভিন্ন ধরণের লাইবিলিটি ইনসিওরেন্স যেমন; ব্যক্তিগত দায় বীমা, আইনগত দায় বীমা, নিয়োগকারীর দায় বীমা, পেশাগত দায় বীমা, পণ্য দায় বীমা ইত্যাদি বাধ্যতামূলক করা হলেও আমাদের দেশের থার্ড পার্টি মোটর দায় বীমা ছাড়া অন্যান্য দায় বীমার তেমন প্রচলন নেই অথচ আমাদের দেশে বীমা পরিধি বিস্তারে দায় বীমার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন প্রকার লাইবিলিটি ইনসিওরেন্স সম্পর্কে জনসচেতনতা ও পেশাগত সচেতনতা বৃদ্ধি পেলে বীমার পরিধি বৃদ্ধি পাবে, সে লক্ষ্যে বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি সেমিনারটির আয়োজন করে। উল্লেখ্য, বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের ৬০ জন কর্মকর্তা জুম এ্যাপস এর মাধ্যমে অংশগ্রহণ করেন।