বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মহান আল্লাহতায়ালার গুণবাচক ৯৯ নাম নিয়ে চাঁদপুরের কচুয়া উপজেলায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ও সুবিশাল ‘আল্লাহু’ স্তম্ভ।
কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ডুমুরিয়া বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন স্থানে দৃষ্টিনন্দন এ স্তম্ভ নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। স্তম্ভটির কারুকার্য শেষে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। স্থানটির পরিচিতি হবে ‘আল্লাহু চত্বর’ নামে।
আলাপকালে উদ্যোক্তারা জানান, বর্গাকার স্তম্ভটির চার পাশে আল্লাহর গুণবাচক ৯৯ নাম আরবিতে ওপর থেকে নিচে লেখা হবে। নিচে রয়েছে বর্গাকার বেদি যা আবার দুই স্তরের গোলাকার বেদি দিয়ে পরিবেষ্টিত। কারুকার্য সম্পন্ন না হলেও অবয়ব ফুটে ওঠায় অনেকেই স্তম্ভটি দেখার জন্য আসছেন।
জানা যায়, বায়তুল আমান জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তাফা কামাল মিয়াজী (ব্যাংকার) ও মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম মিয়াজীর বিশেষ প্রচেষ্টায় আল্লাহু স্তম্ভের নির্মাণ কাজ চলছে।
স্তম্ভটি দুই ফুট বর্গাকার, যার উচ্চতা হবে ৩৮ ফুট। ৩৩ ফুটের মধ্য লিপিবদ্ধ হবে আল্লাহর ৯৯ নাম এবং ওপরে পাঁচ ফুটে থাকবে ‘আল্লাহু’ লেখা। স্তম্ভটির নির্মাণে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে হবে বলে মসজিদ পরিচালনা কমিটি জানান।
মোস্তাফা কামাল মিয়াজী বলেন, এ বছরের এপ্রিল মাসে স্তম্ভটির নির্মাণ কাজ শুরু হয়েছে। ধর্মীয় অনুভূতি থেকে স্তম্ভটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আগামী দুই মাসের মধ্য নির্মাণ কাজ শেষ হবে এবং এটিকে লাইটিং সিস্টেমের মধ্যে রাখা হবে।
মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম মিয়াজী বলেন- এটি একটি ভালো উদ্যোগ। আল্লাহর নাম মানুষের স্মরণে আসবে। দেখলে স্বাভাবিকভাবেই মানুষ আল্লাহকে স্মরণ করবে। আমরা দেখেছি আরব দেশে সৌদি আরবের বিভিন্ন পথে পথে আল্লাহর নাম লেখা থাকে। এ থেকে মানুষের মনে আল্লাহর নাম স্মরণ হয়।
মহান আল্লাহর গুণবাচক ৯৯ নামের স্তম্ভটি নির্মাণে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা জানান, মোস্তাফা কামাল মিয়াজীর এ উদ্যোগ তাদের মুগ্ধ করছে।