রেজাউল করিম: করোনায় বৈরী সময় পার করছে মানুষ। প্রকৃতির কাছাকাছি থেকে নিরাপদ জীবনব্যবস্থা খুঁজছে নগরবাসী। এসময় মানুষের মন রাঙাচ্ছে সিঁদুর রাঙা কৃষ্ণচূড়া ফুল।
বসন্ত চলে গেলেও ষড়ঋতুর এই দেশে গ্রীষ্মের শুরুতে সবুজ প্রকৃতি মেলে দিয়েছে তার কৃষ্ণচূড়া ঐশ্বর্য। ফুলে ফুলে রঙী প্রকৃতি যেন হাসছে খলবল। গাজীপুরের কানাইয়া গ্রামে এখন প্রকৃতির এমন উচ্ছল জীবন্ত ছবি দেখে মুগ্ধ হচ্ছেন পথিক ।
সেখানে শান্ত জলের চেলাই নদী পাশ ঘেঁষে চলে গেছে মেঠো পথ। আর সেই মেঠো পথের পাশেই সিঁদুর রাঙা কৃষ্ণচূড়া ফুল বাতাসে দুলছে। বৈশাখী আবহাওয়ায় মেঘ বৃষ্টির লুকোচুরি খেলায় সারি সারি কৃষ্ণচূড়া ফুল যেন ভিন্ন মাত্রা দিয়েছে। আর এই ফুলের সৌন্দর্য ভীতসন্ত্রস্থ সময়েও নগরবাসীকে টেনে আনছে তার কাছে।
শনিবার (২৪ এপ্রিল) পথে যেতে যেতে হঠাৎ চোখে পড়ে সারি সারি কৃষ্ণচূড়া গাছগুলো। এই সৌন্দর্য পাশ কাটিয়ে যাওয়ার মতো বেরসিক মানুষ পাওয়া ভার। সেখানে থেমে গিয়ে দেখা মিলে বেশ কয়েকজন ভ্রমণপিপাসু মানুষের। কথা হয় তাদের সঙ্গে। প্রায় সবাই বলছিলেন, এখানে এসেছি বুক ভরে নিঃশ্বাস নিতে। বাঁচতে হলে প্রকৃতিকে ধারণ করতে হবে এটা এখন প্রমাণিত সত্য।
এ যেন ঝলমলে রঙের খেলা,কখনো কখনো বাতাসের ছন্দে আপন মনে দুলছে। মাঝারি আকারের গাছে এলোমেলো ডালগুলো নুয়ে আছে দুপাশে। গাঢ় লাল, কমলা, হালকা হলুদ রঙের ফুলে ভরে গেছে প্রতিটি শাখা।
প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে প্রতিদিন জয়দেবপুর, বাড়িয়া, ব্রাহ্মণগাঁও, বক্তারপুর, বামচিনিসহ আশপাশের গ্রামগুলো থেকে সকাল-বিকেল ভিড় করছেন প্রকৃতিপ্রেমী শত শত মানুষ।