গাছেই ধরছে রক্তাক্ত তেঁতুল

তেঁতুলের ভেতরের রং লাল টুকুটুকে সিঁদুরে বর্ণের। কেউ বলছেন রক্তাক্ত তেঁতুল। এই রক্তাক্ত তেঁতুলের তিনটি গাছ রয়েছে কুষ্টিয়ার প্রত্যন্ত এলাকা খোকসা উপজেলার হিজলবট গ্রামে।

তিনটি গাছেই এমন অসংখ্য তেঁতুল ঝুলে রয়েছে।

স্থানীয় এক বয়োবৃদ্ধের মতে, ইংরেজরা নীল চাষ করতে এসে এখানে বসতি গড়ে তোলে।আর সে সময় অন্যান্য বৃক্ষরাজির পাশাপাশি এই তেঁতুল গাছ তিনটিও তাদের হাতেই লাগানো।

স্থানীয় মুন্সি মোকাররম হোসেন জানান, এই লাল তেঁতুল গাছ প্রায় দেড়শো বছরের পুরানো।

মনোয়ার আলী নামের একজন জানান, একেবারেই টকটকে লাল এই তেঁতুল টক হলেও খেতে বেশ সুস্বাদু।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম জানান, সাউথ এশিয়ায় এধরনের লাল তেঁতুলের অস্তিত্ব রয়েছে।

প্রতিবেশিরা জানান, লাল রং এর তেঁতুল গাছ দেখতে প্রায় প্রতিদিনই হিজলবট গ্রামের আসছেন দর্শনার্থীরা।

Print Friendly, PDF & Email

Related Posts