কবি বন্দে আলী মিয়ার জন্মদিন পালন

শাহীন রহমান: শ্রদ্ধা নিবেদন ও স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার পাবনায় পালিত হলো কবি বন্দে আলী মিয়ার ১১৭তম জন্মদিন। জেলা শহরের রাধানগর নারায়নপুর মহল্লায় কবির বাড়িতে কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে কবির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসুচি শুরু হয়। এ সময় কবির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে সেখানেই অনুষ্ঠিত হয় স্মরণ সভা। সভায় কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদের আহবায়ক মো. হাবিবুল্লার সভাপতিত্বে বক্তব্য দেন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধু, কবির নাতি সাজ্জাদুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী সুদিপ্ত ইসলাম, মিনহাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কবি বন্দে আলী মিয়ার প্রতিটি সৃষ্টি এখনও অমর হয়ে আছে। কিন্তু তাঁর পৈত্রিক বাড়িটি সংরক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তাঁর বহু অপ্রকাশিত পান্ডুলিপি সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। তাই কবির স্মৃতি রক্ষায় বাড়ি ও পান্ডুলিপিগুলো সংরক্ষণ জরুরী হয়ে পরেছে।

উল্লেখ্য, কবি বন্দে আলী মিয়া ১৯০৬ সালের ১৭ জানুয়ারি পাবনা পৌর সদরের রাধানগর নারায়ণপুর মহল্লায় পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ২৭ জুন ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর লেখা শিশুতোষ ১০৫টি গ্রস্থসহ ১৩৬টি বই প্রকাশ হয়েছে।

Print Friendly

Related Posts