সিলেটে গুনীজন সংবর্ধনা ও বঙ্গবন্ধু সাহিত্য উৎসব অনুষ্ঠিত

মুজিববর্ষে স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২২ জানুয়ারি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখা আহ্বায়ক কমিটির উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বঙ্গবন্ধু সাহিত্য উৎসব-২০২২ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত “শতবর্ষে বঙ্গবন্ধু” গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা, শতকন্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ , প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ এর সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

উৎসবের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির ফেলো, বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী।

সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি রহীম শাহ, সাধারণ সম্পাদক কবি বাপ্পী রহমান, যুগ্ম সম্পাদক কবি আবদুল গণি মিয়া, সংস্কৃতিজন নুশরাত জাহান, কবি খুরশীদ জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলা শাখা সভাপতি কবি এ কে শেরাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট সংসদের সভাপতি কবি এনায়েত হাসান মানিক, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় ও বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাহিত্য উৎসব সম্মাননা-২০২২ গ্রহণ করেন অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান বক্তা, সম্মানিত অতিথিবৃন্দসহ অধ্যাপক মুজিবুর রহমান, কবি কোকিল দাশ, প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু, গীতিকবি উত্তম কুমার চৌধুরী, কবি ও গল্পকার বিনতা দেবী, কবি প্রতিমা বনিক, কবি মানিক চক্রবর্তী, কবি বাদলকৃষ্ণ বণিক, গীতিকবি মো. গোলাম কিবরিয়া, কবি ও সাংবাদিক মোহাম্মদ গোলাম কিবরিয়া, নারী উদ্যোক্তা ও কবি নুরুন নাহার বেবী, কবি শাহ মো. আলমগীর, কবি আলাউদ্দিন সরকার, কবি মো.দিলওয়ার হোসেইন, কবি সুবিনয় পুরকায়স্থ, কবি ইসমত আরা খান মুক্তা, কবি জয়নাল আবেদীন বেগ ও কবি জয়ন্ত লাল আচার্য্য জয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কলামিস্ট এড. মো. আব্দুল মালিক, কবি অমিতা বর্ধন, কবি হাবিবুর রহমান হাবিব, কবি হুসাইন আহমদ, কবি ধ্রব গৌতম, সাংবাদিক আফিকুর রহমান আফিক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখা আহ্বায়ক কমিটির সদস্য রোকসানা বেগম। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর কবি নাজনীন আকতার কণা এবং সদস্য সচিব কবি শহিদুল ইসলাম লিটন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রধান অতিথি হবিগঞ্জ-১ এর সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, বাঙালি জাতি যতদিন থাকবে, বঙ্গবন্ধুও ততদিন থাকবেন। তাঁর ঋণ আমরা কোনদিনই শোধ করতে পারবো না।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, উদ্বোধক, অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ গ্রন্থটিতে বঙ্গবন্ধুকে নিয়ে ১৭১ জন লেখকের লেখা স্থান পেয়েছে। ১৪৪ পৃষ্ঠার এই বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার সপ্তডিঙা প্রকাশনা।

Print Friendly

Related Posts