সৈয়দ মাহবুব মোর্শেদের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, পুরস্কার প্রদান

সৈয়দ মাহবুব মোর্শেদের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ)।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ. কে. এম আব্দুল আঊয়াল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক আলহাজ কাজী শাহীন খান, মুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা রুবিনা খান, মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদুর রহমান, গীতিকবি শান্তনা মিঠু।

স্বাগত বক্তব্য রাখেন বাসপের সাংগঠনিক সম্পাদক গাজী জাকির হোসেন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মৃদুল ইবনে হোসেন।

প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের উপর স্মৃতিচারণ করেন তারিই উত্তরসূরি সাবেক তথ্য সচিব ও বাসপের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।

সভাপতিত্ব করেন নাট্যকার, নির্মাতা ও বাসপের চেয়ারম্যান কবি রানা হোসেন। উপস্থাপনায় ছিলেন জাহানারা রেখা।

যারা এ বছর ‘বাসপ পুরস্কার’-২০২২ পেলেন তারা হলেন: তাশিক আহমেদ (মিডিয়া ব্যক্তিত্ব), ডাঃ মোঃ সিরাজদৌলা (সমাজ সেবা), শাহনাজ রহমান স্বীকৃতি (সংগীত শিল্পী), অধ্যাপক আতাউর রহমান (সমাজ সেবক), নাসরীন গীতি (সংস্কৃতিসেবী), জনাব হুমায়ুন কবির (সংস্কৃতিসেবক), শেখ মহিউদ্দিন (সংবাদ উপস্থাপক), আবির ইবনে করিম (বাঁশী বাদক), এ. কে. এম আব্দুল আঊয়াল (এ্যাডভোকেট), অধ্যাপক ডাঃ মোঃ তৌফিকুর রহমান (হৃদরোগ বিষয়ক লেখক), তারিক কাশেম খান মুকুল (সমাজসেবক), কারিম হোসেন (নাট্যকার), কাজল আরিফ (সংগীতশিল্পী)।

সাংস্কৃতিক পর্বে ছিলো আবৃত্তি। পরিবেশন করেন গাজী জাকির হোসেন ও সৈয়দ শামসুল আলম। কৌতুক অভিনয় পরিবেশন করেন জুনিয়র দিলদার ও নাসরিন। নৃত্য পরিবেশন করেন শিশুশিল্পী হাসিন আইজাত আরিয়ান। সার্বিক সহযোগিতায় ছিলেন বাসপের প্রচার সম্পাদক মোঃ সাদিকুর রহমান।

সূত্র: কবি মুহাম্মদ রুদ্র, মহাসচিব

Print Friendly

Related Posts