ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক অভিষেক আর নেই

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি আর নেই। বুধবার (২৩ মার্চ) রাতে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮।

জানা গেছে, বুধবার রাতে একটি টিভি অনুষ্ঠানের শুটিং করছিলেন অভিষেক। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়। কিন্তু এই অভিনেতা রাজি না হওয়ায় তার ইচ্ছা অনুযায়ী বাড়িতেই চিকিৎসা শুরু হয়। স্যালাইনও দেওয়া হয়। কিন্তু রাত ১ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অভিনেতা।

অভিষেক চ্যাটার্জির মরদেহ বর্তমানে তার বাড়িতেই রয়েছে। আজ (বৃহস্পতিবার) তার শেষকৃত্য হবে।

এই অভিনেতার মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু লাবণী সরকার বলেন, ‘বন্ধু, পরিবার হারালাম। ভাবতেই পারছি না অভিষেক নেই। ও আর আমার সঙ্গে কথা বলবে না। এখন ওর পরিবারের পাশে থাকাই প্রধান।’

অভিষেক চ্যাটার্জির জন্ম ১৯৬৪ সালের ৩ এপ্রিল। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পথভোলা’। এছাড়া ‘মায়ার বাঁধন’, ‘জয়বাবা ভোলানাথ’, ‘মায়ের আঁচল’, ‘গীত সংগীত’, ‘সুজন সখী’ তার উল্লেখযোগ্য সিনেমা। মাঝে অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে ছিলেন অভিষেক। তবে সম্প্রতি ফের ধারাবাহিকের কাজ শুরু করেছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts