‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ খ্যাত কণ্ঠশিল্পী এক দশক পর সিনেমায়

দশ বছর আগে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘টেলিভিশন’ এ গেয়েছিলেন গীতিকার, সুরকার ও ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ খ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসান। এরপর আর কোনো সিনেমার গানে কণ্ঠ দিতে দেখা যায়নি তাকে।

আইয়ুব বাচ্চুর সুর সংগীতে ‘টেলিভিশন’ এ ‘ভাবনার রেলগাড়ি’ গানে প্লেব্যাকের এক দশক পর আবারও লুৎফর হাসান সিনেমার গানে কণ্ঠ দিলেন।

তরুণ নির্মাতা আলোক হাসানের নির্মিতব্য ছবি ‘নাকফুল’-এ গাইলেন লুৎফর হাসান। পূজা চেরী, আদর আজাদ, গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ অভিনীত এ ছবির শুটিং চলছে শ্রীমঙ্গলে।

শুক্রবার রাতে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ফেরারী ফরহাদের লেখা এ গানে সুর ও সংগীত করেন আহমেদ কিসলু।

সালমার তোমার বাড়ি আমার বাড়ি, হাবিবের ‘নদী’, যৌথভাবে মমতাজের ‘লোকাল বাস’সহ একাধিক জনপ্রিয় গান লিখেছেন শিল্পী লুৎফর হাসান। তার গাওয়া সর্বশেষ অবন্তী সিঁথির সঙ্গে ‘কেমন আছো বন্ধু তুমি’ গানটিও শ্রোতাপ্রিয়তা পায়।

দীর্ঘদিন পর সিনেমায় গাওয়া প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, ‘নাকফুল’ এর গানটির কথা ও সুর আমাকে সবচেয়ে বেশি টেনেছে। প্রথমবার শুনেই মনে হয় এটা আমারই গান। একটি ছেলের ফেলে আসা জীবনের গান এটি। অনেকটা নস্টালজিয়ার।

প্লেব্যাক করতে গেলে কণ্ঠ দেয়ার আগে বাড়তি প্রস্তুতির প্রয়োজন হয় বলে মনে করেন লুৎফর হাসান। তার কথা, সিনেমার চিত্রায়ণ বিস্তৃত ব্যাপার। স্ক্রিনের গল্পটা আগে গীতিকার ফেরারী ভাই শেয়ার করেছিল। ফলে সেই দরদ দিয়ে কণ্ঠ দিতে হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts