ঈদ মানেই উৎসব আনন্দ। সেই আয়োজনে বড় অনুষঙ্গ বাংলা গান। এই উপলক্ষে প্রকাশিত হয় অসংখ্য কাজ।আর এতে সামিল হলেন খ্যাতিমান শিল্পী উত্তম আর বিন্দিয়া।
উত্তম গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনাও করেন। এবার উত্তমের সঙ্গে একটি ডুয়েট গানে কষ্ঠ দিয়েছেন সারেগামাপাখ্যাত মিষ্টিমুখের গায়িকা বিন্দিয়া খান। তাদের আশা গানটি সবার ভালো লাগবে।
উত্তমকুমার রায়ের সঙ্গীতে নতুন এই নিখাদ প্রেমের গানটি লিখেছেন গুণী গীতিকবি সুস্মিতা দেবনাথ। সুর করেছেন সুমনা রায়। গানের মিউজিক ভিডিও নির্দেশনাও দিয়েছেন উত্তম।
এরই মধ্যে গানটির ভিডিও তৈরির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। দু’জনের গাওয়া নতুন এ গানের শিরোনাম ‘ভালোবাসি বলবােই’।
উত্তম জানিয়েছেন, গানটি তাঁর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই ঈদে। রমজান শুরুর আগ পর্যন্ত স্টেজ শোতে বেশ ব্যস্ত সময় পার করেছেন উত্তম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও লোক মেলা উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে ও সোস্যাল মিডিয়ায় পারফর্ম করে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করে চলেছন এই সঙ্গীতশিল্পী।
তার অন্যতম জনপ্রিয় গানগুলাের মধ্যে ভালবাসার ময়না, আমার চোখের জলে বহে নদী অন্যতম। অর্ন্তজাল তথা ফেসবুকে কিশোরকুমার, মান্না দেসহ স্বর্ণযুগের শিল্পীদের অমর সৃষ্ট সব গান নিয়িমিত গেয়ে ভার্চুয়ালিও ব্যাপক জনিপ্রয়তা ও দর্শক-ভালোবাসা পেয়েছেন এই শিল্পী। ছেলেবেলা থেকেই উত্তমের গান গাওয়ার শুরু। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় জীবন। সবখানেই সঙ্গীতশিল্পী হিসেবে জুটেছে সম্মান আর পুরষ্কার।
উত্তমের পড়াশুনা চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়। বিষয় সমাজবিজ্ঞান। উত্তম বিটিভিসহ প্রায় সবগুলো বেসরকারি টিভি চ্যানলে লাইভসহ রেকর্ডেড নানা ধারার গানের অনুষ্ঠান করে নাম কুড়িয়েছেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে মূলত নজরুলসঙ্গীত ও আধুনিক গান করেন উত্তম। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত সুরকার ও সঙ্গীত পরিচালকও। নিজের লেখা ও সুর করা অনেক শ্রোতাপ্রিয় গান রয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গভীর আবেগী গায়নভঙ্গীর অনন্যতার জন্য এরইমধ্যে উত্তম সঙ্গীতজনদের দৃষ্টি কেড়েছেন।