জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির কার্যকরী পর্ষদ ঘোষণা

সভাপতি নাফিস মাহমুদ, সাধারণ সম্পাদক ভাবনা মূখার্জি

 

চলচ্চিত্র নির্মাণ বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির কার্যকরী পর্ষদ ২০২২ ঘোষিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) টিএসসির কনফারেন্স রুমে এক ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে টিএসসি কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠনগুলোর উপস্থিতিতে এই কমিটি ঘোষিত হয়।

কার্যকরী পর্ষদে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র নাফিস মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের স্নাতক শেষ বর্ষের ছাত্রী ভাবনা মূখার্জি।

বিদায়ী কার্যকরী পর্ষদের সাধারণ সম্পাদক প্রয়াত রণজিৎ দাস চৌহানকে স্মরণে রেখে ঘোষিত এই কার্যকরী পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন সজীব সাহা (সহ সভাপতি), দিলশাদ চৌধুরী (যুগ্ম সাধারণ সম্পাদক) নুসরাত জাহান আনিকা (সাংগঠনিক সম্পাদক) , মাকজুম ওয়াহিদ (অর্থ সম্পাদক), হেমায়েতুল্লাহ ইমন (দপ্তর সম্পাদক), অনুব্রত নন্দী (প্রচার ও প্রকাশনা সম্পাদক), সীজেন সরকার (প্রযোজনা সম্পাদক), তানজিনা তাবাসসুম তন্দ্রা (প্রদর্শনী বিষয়ক সম্পাদক), নওশিন উলফাত সুকন্যা (প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক), এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন সাইফুল শামীম, রাকিবুল হাসান নিবিড়, তামান্না ফেরদৌস তানজিম, হিমেল হাসনাত রাফি, তানহা রশীদ, শেখ সিয়াম ও রাকিবুল বাশার।

সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবং কার্যকরী পর্ষদ ঘোষণা করেন।

Print Friendly

Related Posts