ভাইরাল মনিরুজ্জামান মিন্টুর গান ‘পদ্মা সেতু দিয়ে যাবো ঢাকা’

‘পদ্মা সেতু দিয়ে যাবো ঢাকা’ শিরোনামে স্বপ্নের পদ্মা সেতু নিয়ে এবার গান গাইলেন সাবেক ক্রীড়া সাংবাদিক মনিরুজ্জামান মিন্টু। গানটি ইতোমধ্যে দর্শক ও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।

পদ্মা সেতু নিয়ে অজস্র গানের ভিড়ে মিন্টুর গানের স্বাতন্ত্র্য দিক হলো কথার মাদকতা ও সুরের যাদু। নিজের কথা ও সুরে, নিজস্বতা বজায় রেখেই গানটি গেয়েছেন তিনি। গানের রেশ শেষ হতেই রয়েছে আবৃত্তি অংশ, যা পদ্মা সেতুর উদ্বোধন প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে।

মিন্টু বলেন, দক্ষিণ বঙ্গের মানুষ মাত্রই জানেন পদ্মা নদীর ভয়াবহতা। এই নদী পাড় হতে গেলে বুক ধড়ফড় করেনি এমন কেউ নাই। এবার তার চির অবসান হলো। পদ্মার দক্ষিণ পাড়ের একজন মানুষ হিসেবে আমি সত্যিই অনেক আনন্দিত।

মনিরুজ্জামান মিন্টু প্রথমবার ‘তোরা গ্রামে চলে আয়’ শিরোনামে গান গেয়ে দারুণ সাড়া ফেলেছিলেন। এবার গাইলেন পদ্মা সেতু নিয়ে, যার সংগীত পরিচালনায় আছেন আ. রহিম সান্টু ও আরিফ হাসান।

মিন্টু জানান, তার পরবর্তী গানের শিরোনাম ‘আজ বৃষ্টি দিন’। যথারীতি নিজের কথা, সুর ও কন্ঠে শিগগিরই আসবে নিজস্ব ইউটিউব চ্যানেল ’আমার গান এমএমএস’-এ।

সাবেক ক্রীড়া সাংবাদিক মনিরুজ্জামান মিন্টু বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির একজন সদস্য। বর্তমানে সোনালী ব্যাংকে কর্মরত আছেন।

Print Friendly

Related Posts