দেশের জনপ্রিয় ড্রামবাদক ও সংগীত পরিচালক রুমি রহমান মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী বর্ষা চৌধুরী। ব্রেন স্ট্রোক করে সোমবার (১১ জুলাই) ভোর ৫টায় ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
রুমি রহমান দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্ক, দলছুট, লিজেন্ড, ট্র্যাপ, অর্থহীন ও অরণ্যসহ অসংখ্য ব্যান্ডের সঙ্গে ড্রাম বাজিয়েছেন।
ঈদের দিন পরিবারের সঙ্গেই কাটিয়েছেন। স্বাভাবিকভাবেই কেটেছে সারাটাদিন। রাতেও স্বাভাবিকভাবেই খেয়ে খাওয়া দাওয়া করেছেন, বিছানায় গেছেন। এক মাস বয়সী ছেলেকে বুকে নিয়ে ঘুমিয়েছিলেন। ভোররাত ৪টার পরই খারাপ লাগা শুরু হয়।
ভোররাত ৫টা ৪০ মিনিটে ধানমন্ডির বাসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন রুমি।
রুমির এই চলে যাওয়াটা কোনোভাবেই মানতে পারছেন না বর্ষা। ক্রন্দনরত বর্ষা বলেন, ‘আমার ছেলেটা ছোট। ১ মাস ৪ দিন বয়স। ছোট্ট ছেলেটা বাবা হারা হয়ে গেল। আমার ছেলেটা আর কখনও তার বাবাকে দেখতে পারবে না। ’
রুমির অ্যাজমা ছিল। তবে সেটা অস্বাভাবিক ছিল না। ভোররাতে শরীর খারাপ হতে থাকে। নেবুলাইজ করতে চেয়েছিলেন রুমি এমনটাই জানালেন বর্ষা।
বর্ষা বলেন, নেবুলাইজ করতে চেয়ে বলে, ‘আমার খারাপ লাগছে, হাসপাতালে নাও। ড্রাইভার নেই, লিফট বন্ধ। লিফট চালু করা পর্যন্ত কাজের মেয়ে তাকে ধরে রেখেছিল। এর মধ্যে সে আমার শাশুড়ির রুমে পড়ে যায়। তার নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর বাসার সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলে, হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গেছে। ’