সেই শিশুটির কি দোষ ছিলো বলো কেনো তাকে হত্যা করা হলো- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শিশু শেখ রাসেলকে লেখা এই গানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ফেসবুকে ‘গোপালগঞ্জের বঙ্গবীর কন্যা’ নামের আইডি, Ragib Ahasan Munna নামের আইডি থেকে গানটি প্রচুর শেয়ার হয়েছে এবং হচ্ছে। ইউটিউবেও Narayan Saha নামের আইডি থেকে ‘শেখ রাসেলকে নিয়ে অসাধারণ একটি গান’ শিরোনামে পাওয়া যাচ্ছে। কিন্তু কোথাও গানের শিল্পী-গীতিকার-সুরকার এর নাম জানা যাচ্ছে না।
ভিডিওটা দেখে খুব কষ্ট লাগলো চোখের পানি চলে আসে, অসাধারণ লেগেছে রাসেলের মুভমেন্ট, কত স্বতঃস্ফূর্ত ছিল শিশুটি, অনেক কষ্টের অনেক বেদনার ভিডিও, দারুন দারুন কোন ভাষা নেই চোখে পানি আসে, এই সংরক্ষণটি বেঁচে থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে, সত্যিকার অর্থে গানটি শুনে চোখের পানি চলে আসলো, শেখ রাসেল আমাদের সকলের প্রাণের এক নাম রাসেল,যাকে দেখলে চোখ দুটি এমনিতেই ভিজে যায়- গানের ভিডিওটি নিয়ে এমন নানা হৃদয়গ্রাহী মন্তব্যে মনছুঁয়ে যায়।
গানের ভিডিওটি দেখুন: