যখন
চারদিকে পাখা মেলে নিরব শূন্যতা
মেঘের শরীরে রক্তাক্ত কল্লোল…
তখনও
প্রকৃতির লুকানো হাসি ডানা মেলে
বিপুল সজীবতায়
আশপাশের নয়নতারা,সবুজ কেয়ারিতে মিস্টি বাতায়ন
আমি তখন ঘুরপাক খাই
অজ্ঞান প্রহরে
ছোট্ট একটি গাছ মেয়ের লতানো ঢেউয়ে
মুগ্ধতার কত ছায়া,কত মায়া
নিমগ্ন বিষাদেও বিন্দু বিন্দু সুখ আনে…
সমস্ত শরীর বেয়ে বৃষ্টির ছায়াপথ
ওদের বাঁচতে শেখায়…
স্মৃতির আঁচল ধরে আস্ত একটি নদীর দিকে নয়
নয় কোন উত্তাল সমুদ্রে
প্রত্যাশার আকরে আমিও কিছু চাই
ঠিক ওদের মতো
অবিকল ওদের মতো…