ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২২ ঘোষণা

বইমেলা ২০২২-এ প্রকাশিত সেরা বইয়ের মধ্যে থেকে ছোটদের সময় শিশুসাহিত্য ২০২২ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এবার পুরস্কার পেয়েছেন ছড়া-কবিতায় মাহমুদউল্লাহ (কিশোর কবিতা চয়ন), গল্প-উপন্যাসে কাইজার চৌধুরী (শেখ মুজিবের বাড়ি ফেরা), ফিচার-প্রবন্ধে আমীরুল ইসলাম (শিশুসাহিত্যের চেনা অচেনা), বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে ফারুক হোসেন (গল্পে বঙ্গবন্ধু), প্রচ্ছদ ও অলংকরণে শিল্পী ধ্রুব এষ, প্রকৃতি-বিজ্ঞানে মানজুর মুহাম্মদ (৫০ পাখির গল্প) এবং ছোটদের সময় প্রকাশনী থেকে প্রকাশিত তরুণ লেখক নেয়ামুল হক (খুকু মণি ও পুষির ছড়া), হাসনাইন আহমদ (মেঘ পাখি ও প্রজাপতির ছড়া) বইয়ের জন্য এ পুরস্কারে মনোনীত হয়েছেন।

অক্টোবর ২০২২ সালে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননাপত্র।

পুরস্কার কমিটির আহ্বায়ক কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী এবং সদস্য সচিব ছোটদের সময়ের সম্পাদক ও প্রকাশক মামুন সারওয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

Print Friendly, PDF & Email

Related Posts