তিন কবি পেলেন আল মাহমুদ পদক

সম্প্রীতির কবিতা পাঠ করেন দুই দেশের ২৩৪ কবি

 

মো. নুরুল আবছার: পালিত হলো আল মাহমুদ উৎসব। বাংলা কবিতার রাখাল রাজা আল মাহমুদ স্মরণে সম্প্রতি আয়োজিত এ উৎসব আলোকিত করেন ভারতের বাংলা ভাষাভাষি ২২ কবি।

দুই দেশের ২৩৪ জন কবির যৌথ কাব্যউচ্চারণে কম্পিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে পরম শ্রদ্ধায় প্রদান করা হয় দুই দেশের তিন কবিকে ‘আল মাহমুদ পদক’। ২০২২ সালের জন্য এ পদকে ভূষিত হন কবি মাহমুদ কামাল, কবি সৌমিত বসু (ভারত) এবং কবি জাকির আবু জাফর।

উদ্বোধনী অনুষ্ঠানে কবি শাহীন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি জাহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন কবি মাহবুব হাসান, কবি সৌমিত বসু এবং কবি মাহমুদ কামাল। প্রধান আলোচক ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন।

কবি হাসান হাফিজের সভাপতিত্বে শুরু হওয়া কবিতাপাঠ পর্বের ১৫টি সেশনে সভাপতি ও প্রধান অতিথি ছিলেন যথাক্রমে নৃপেন চক্রবর্তী (ভারত), শান্তিময় মুখোপাধ্যায় (ভারত), কবি সরকার মাহবুব, কবি কামার ফরিদ, কবি সুনীল মাজি (ভারত), কবি মাহমুদ হাফিজ, কবি ভবেশ বসু (ভারত), কবি কামরুল হাসান, কবি ইন্দ্রজিৎ ভট্টাচার্য (ভারত), কবি মুজতবা আহমেদ মুরশেদ, কবি কানাইলাল জানা (ভারত), কবি মিলু শামস, কবি জুয়েল মাজহার, কবি দিলদার হোসেন, কবি মানসী কীর্তনীয়া (ভারত), কবি রোকেয়া ইসলাম, কবি ফেরদৌস সালাম, কবি সায়েজ বদরুল, কবি দারা মাহমুদ, কবি পুলক হাসান, কবি সরকার মাসুদ, কবি মুস্তফা হাবীব, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি জাকির আবু জাফর, কবি স, ম, শামসুল আলম, কবি সৈয়দ নুরুল হুদা রনো, কবি হাসিদা মুন, কবি জামসেদ ওয়াজেদ, কবি শান্তা মারিয়া এবং কবি হুমায়ুন কবীর ঢালী।

কবি আবিদ আজমের কন্ঠে আল মাহমুদ রচিত গান দিয়ে শুরু এবং শেষ হওয়া আয়োজনে ভারতের কবিদের মধ্যে কবিতা পাঠ করেন কবি সৌগত প্রধান, দেবাশীষ মল্লিক, ইন্দ্রানী দত্ত পান্না, সুরঙ্গমা ভট্টাচার্য, রাখহরি পাল, অংশুমান চক্রবর্তী, সন্দীপ সাহু, বিমল মন্ডল, বিপ্লব চক্রবর্তী, শুভঙ্কর দাশ, গার্গী সেনগুপ্ত, নুপুর মুখার্জি, সর্বানী ঘড়াই, পারুল কর্মকার, স্মিতা চক্রবর্তী, কৃষ্ণা বন্দোপাধ্যায় প্রমুখ। আর বাংলাদেশী কবিদের মধ্যে আবদুল বাতেন, হাসান মাহমুদ, শামীমা চৌধুরী, নাহিদা আশরাফী, তাহমিনা কোরাইশী, তৌফিক জহুর, নুর কামরুন্নাহার, ফাতিমা তামান্না ,জায়েদ হোসাইন লাকী, ফরিদ ভ‚ইয়া, ফারুক আফিনদী, রফিক হাসান, শাহীন চৌধুরী, গাজী গিয়াসউদ্দিন, পারভীন শাহনাজ, জাহানারা বুলা, মুহম্মদ আশরাফুল ইসলাম, মুশতাক মুকুল, জামিল জাহাঙ্গীর, রমজান বিন মোজাম্মেল, শিমুল আজাদ, মোজাফ্ফর বাবু, চন্দন কৃষ্ণ পাল, কবিতা কস্তা, তাহমিনা শিল্পী, সৌমিত্র দেব, জোহরা আকতার, শামীম আরা, তিথি আফরোজ, জেবুননেসা হেলেন, শেলী সেলিনা, অসীম কুমার ঘোষ, রনি অধিকারী, মাহবুব শওকত, জান্নাত তায়েবা, মাশরুরা লাকী, আবদুর রাজ্জাক, শিউলী সিরাজ, মিজান ফারাবী, বাবলী খান, অনন্ত রিয়াজ, গোলাম রব্বানী টুপুল, রাজিয়া সুলতানা, এজাজ সানোয়ার, জিয়া হক, শাহিদা ইসলাম, কুসুম তাহেরা, নিলুফা জামান, শ্যামলী খান, রফিক লিটন, কামরুজ্জামান কায়েম, আলম শামস, আশরাফ মির্জা, কামরুজ্জামান, সাঈদ তপু, তারেক মাহমুদ, পথিক সবুজ, মনিরুজ্জামান পলাশ, মাহফুজ রিপন, ক্যাথরিনা হীরা, স্নিগ্ধা নীলিমা, সালামুজ্জামান, হাবিবা খানম প্রমুখ।

সঞ্চালনায় সহযোগীতা করেন কামরুজ্জামান, অনুষ্ঠান পরিকল্পনা ও বিন্যাসে ছিলেন কবি পলি রহমান, তাকে সহযোগীতা করেন পথিক সবুজ, সাঈদ তপু এবং নুরুল আবছার।

Print Friendly

Related Posts