বরিশাল বাবুগঞ্জে আশ্রয়নের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

বরিশাল ব্যুরো :মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপে বেদে সম্প্রদায়ের জন্য বাবুগঞ্জের নদী তীরে ৩৪টি ঘরের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দ্বারিকা পুরাতন ফেরি ঘাট সংলগ্ন বিশাল এলাকাজুড়ে ওই ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা।

এসময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসান খান হিমু, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক রফিকুল ইসলাম, আল-আমিন, স্থানীয় ইউপি সদস্য মো. নয়ন, বিলকিস জাহান, ব্যবসায়ী সাইফুল ইসলামসহ স্থানীয়রা।

সেনিটেশন ব্যবস্থাসহ প্রতিটি ঘর ২ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে নির্মান করা হবে।

কেএম/বি

Print Friendly

Related Posts