শুক্রবার (৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজে বাংলাদেশের দুই প্রতিদ্বন্দ্বী হলো পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ড।
বুধবার (৫ অক্টোবর) উন্মোচন করা হলো এই সিরিজের ট্রফি। সিরিজটি নাম রাখা হয়েছে ‘বাংলা ওয়াশ টি-টোয়েন্টিআই সিরিজ’।
ট্রফি উন্মোচনের দিন এক ভিডিও বার্তায় নুরুল হাসান সোহান জানালেন, রেজাল্টের কথা ভাবছেন না তারা, প্রসেসটা ঠিক রাখাই তাদের লক্ষ্য।
সোহান বলেন,‘আমাদের দলের পরিবেশ খুবই ভালো। সবার কাছে একটা মেসেজটাই যাচ্ছে যে, আমরা যেন ম্যাচের ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রসেসের মধ্যে আছি। ফলাফল কী হবে সেটা নিয়ে আগেই প্রেডিক্ট করার কোনো অপশন থাকবে না। ব্যক্তিগত কথা চিন্তা না করে আমরা যেন দল হিসেবে খেলতে পারি। ’
সোহান আরো বলেন, ‘ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় পারফর্মটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। রেজাল্ট নিয়ে চিন্তা করছি না, প্রসেসটা নিয়ে চিন্তা করছি। ’