ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

আল মামুন সরকার, সনি আক্তার সুচি ও নাছির উদ্দিন

 

জ ই বুলবুল: ব্রাহ্মণবাড়িয়ার বড় উপজেলা নবীনগরে কঠোর নিরাপত্তায় অবাধ সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এতে চেয়ারম্যান পদে আল মামুন সরকার (আনারস) পেয়েছেন ১৮৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম এমএচসি (মোটরসাইকেল) পেয়েছেন ৯৭ ভোট।

সদস্য পদে নাছির উদ্দিন (অটোরিক্সা) পেয়েছেন ১৪৫ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন আজাদ (টিউবঅয়েল) পেয়েছেন ৭৬ ভোট। বোরহান উদ্দিন আহমেদ হয়েছেন তৃতীয়।

এদিকে সংরক্ষিত নারী সদস্য পদে সনি আক্তার সুচি (ফুটবল) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড সংরক্ষিত (বাঞ্ছারামপুর, নবীনগর ও আখাউড়া) সদস্য পদে
সনি আক্তার সুচির মোট প্রাপ্ত ভোট ২৯৯ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুনন্নাহার বেগমের মোট প্রাপ্ত ভোট ১৯৯।

বাঞ্ছারামপুরঃ সনি আক্তার -১৪২, নুরুন্নাহার -৩৬, নবীনগরঃ সনি আক্তার -১১৫, নুরুন্নাহার- ১৩৩, আখাউড়াঃ সনি আক্তার -৪২, নুরুন্নাহার -৩০।

জেলা পরিষদ নির্বাচনে এই উপজেলাটি ৮নং ওয়ার্ড, মোট ভোটার সংখ্যা ২৮৮ জন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ছাড়াও ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এসময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক সাহগীর আলম, জেলা পুলিশ সুপার আনিসুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শাহগীর আলম জানান, জেলা প্রশাসনের নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts