এবার বাংলাদেশ পেল জিম্বাবুয়েকে, সুপার-১২তে কে কার গ্রুপে

এক নজরে সুপার টুয়েলভের দুই গ্রুপ

গ্রুপ ১: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড।

গ্রুপ ২: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে।

 

প্রথমপর্ব (যেটা আদতে বাছাইপর্ব) পেরিয়ে আগের দিন বাংলাদেশের গ্রুপে নাম লিখিয়েছিল নেদারল্যান্ডস। এই গ্রুপে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আর নেদারল্যান্ডসের পাশাপাশি আরেক প্রতিপক্ষ কে হবে, সেটার জন্য ছিল অপেক্ষা।

প্রথম পর্বের শেষ ম্যাচ এসে মিললো সেই হিসেব। স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভে উঠলো জিম্বাবুয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরই সুপার টুয়েলভে পাবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপের রানারআপ আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে খেলবে, সেটা জানা ছিল আগেই।

‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা হয়েছে চ্যাম্পিয়ন, রানারআপ নেদারল্যান্ডস। তাই বাংলাদেশ পেয়েছে নেদার‌ল্যান্ডসকে। সুপার টুয়েলভে শ্রীলঙ্কা চলে গেছে অন্য গ্রুপে।

আরব আমিরাতের বিপক্ষে নামিবিয়া জিতে গেলে কপাল পুড়তো ডাচদের। কিন্তু বৃহস্পতিবার রুদ্ধশ্বাস ম্যাচে আরব আমিরাত ৭ রানে হারায় নামিবিয়াকে। ফলে বাদ পড়ে দুই দলই। ‘এ’ গ্রুপের রানারআপ হয় নেদারল্যান্ডস।

অন্যদিকে আজ (শুক্রবার) ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভে নাম লিখিয়েছে আয়ারল্যান্ড।

তবে কোন দল এখানে চ্যাম্পিয়ন হবে, সেটি নির্ধারণ করতে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। কেননা রানরেটের হিসেব-নিকেশ বাকি ছিল।

সে হিসেব-নিকেশে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে তারা, দ্বিতীয় আয়ারল্যান্ড। সেই হিসেবে বাংলাদেশের গ্রুপে পড়েছে জিম্বাবুয়ে।

সুপার টুয়েলভে গ্রুপ টু’তে বাংলাদেশ খেলবে। যেখানে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে এখন যুক্ত হলো নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ে।

অন্যদিকে গ্রুপ ওয়ানের ছয় দল হলো-আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাছাই পেরিয়ে আসা শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ড।

Print Friendly, PDF & Email

Related Posts