কুমার নদে ব্যতিক্রম ভেলা বাইচ দেখলো গ্রামবাসী

নৌকা বাইচ প্রতিযোগিতা গ্রামবাংলায় আনন্দ উৎসবে মেতে ওঠার একটি জনপ্রিয় উপকরণ। গোপালগঞ্জে সে আনন্দ উৎসবে এবার যোগ হলো কলা গাছের তৈরি ভেলা।

নৌকা বাইচের স্বাদ নিতে বিকল্প হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রম এই ভেলার বাইচ প্রতিযোগিতা।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে কাশিয়ানী উপজেলার চকবনদোলা গ্রামের তরুণ সমাজের উদ্যোগে কুমার নদে আয়োজন করা হয় এ ভেলা বাইচের। প্রতিযোগিতায় ২৫টি ভেলা অংশ নেয়। প্রতিটি ভেলায় ছিলেন তিনজন করে মাঝি। হই-হুল্লোড় করে কয়েক রাউন্ডে চলে এ প্রতিযোগিতা। কোন পুরস্কার না থাকলেও নিজ উদ্যোগে অংশগ্রহণ করেন প্রতিযোগিরা।

ভেলা প্রতিযোগিতা দেখতে বিকাল থেকেই ভিড় করেন চকবন দোলা ও হোগলাকান্দি গ্রামের বিভিন্ন বয়সের মানুষ। নদীর দু’পাড়ে দাঁড়িয়ে তারা উপভোগ করেন এ বাইচ প্রতিযোগীতা।

ভেলা বাইচ দেখতে আসা পরশ উজির বলেন, নির্দিষ্ট কিছু উপলক্ষ ছাড়া এখন নৌকা বাইচ দেখা যায় না। এখানে ভেলা বাইচ অনুষ্ঠিত হবে শুনে দেখতে এসেছি। দেখে খুব ভাল লাগলো।

শিক্ষার্থী হাসান শেখ বলেন, এর আগে কখনো ভেলা বাইচ দেখিনি। এবারই প্রথম দেখলাম। দেখে খুব ভালো লাগছে। আশা করি আগামিতেও এমন বাইচ দেখতে পাবো।

এলাকাবাসী হাসান মিনা বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন কমে যাওয়ায় তরুণ সমাজের উদ্যোগে ব্যাতিক্রম ভেলা বাইচের আয়োজন করা হয়েছে। এতে গ্রামবাসী কিছুটা সময়ের জন্য হলেও আনন্দ উপভোগ করতে পেরেছেন।

Print Friendly, PDF & Email

Related Posts