নবীনগরে উচ্ছেদ অভিযানে স্বস্তি-আতংক

জ ই বুলবুল: ব্রাহ্মণবাড়ীয়া নবীনগরে উচ্ছেদ অভিযানকে কেদ্র করে এলাকায় নেমে এসেছে স্বস্তি আর পাশাপাশি আতংকও। তবে এতে স্হানীয় প্রশাসন প্রশংসা কুড়ালেও জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যারা দীর্ঘদিন অবৈধভাবে সরকারি জায়গা জমি ভোগ দখল করে রেখেছেন তারা অসন্তোষ প্রকাশ করলেও সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ দখলকারীরা স্হানীয় রাজনৈতিক দলগুলোর ছত্রছায়া ছাড়াও পেশী শক্তির প্রভাবেই তাদের এতদিন কেউ কিছু বলতে পারেনি। বর্তমান প্রশাসনের ভূমিকায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মোশাররফ হোসেন এর নেতৃত্বে মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করেন। উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর মৌজায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ নম্বর খাস খতিয়ানের ৬৬ শতক জায়গা উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভুমি) মোশাররফ হোসেন বলেন, অবৈধ দখলকারীরা যত বড় শক্তিশালীই হোক, আমার কাছে কোন ছাড় নেই। এ অভিযানটি যদিও বড়, তবে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly

Related Posts