এমজিআই-ঢাবি মার্কেটিং এলামনাই এসোসিয়েশন বৃত্তি প্রদান অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে, ঢাবি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ‘এমজিআই-মার্কেটিং এলামনাই এসোসিয়েশন স্কলারশিপ’।

শনিবার (৫ নভেম্বর) মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং এলামনাই এসোসিয়েশন-এর সহায়তায় প্রতিষ্ঠিত এক কোটি টাকার শিক্ষা বৃত্তি স্কিমের আওতায় মার্কেটিং ডিপার্টমেন্ট-এর পাঁচ ব্যাচের মেধাতালিকা অনুসারে ৫২ জন শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, অনুষ্ঠানে অধ্যাপক ড. মীজানুর রহমান-এর শিক্ষকতা জীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা গ্রন্থ প্রকাশ করা হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রাপ্তদের চেক হস্তান্তর করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, মার্কেটিং এলামনাই এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. মীজানুর রহমান এবং এমজিআই ডিরেক্টর তান্জিমা মোস্তফা।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর শিক্ষাক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ‘এমজিআই-মার্কেটিং এলামনাই এসোসিয়েশন স্কলারশিপ’ প্রদান করা হয়েছে। শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে এমজিআই-এর সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly

Related Posts