ধামরাইয়ে কীটনাশক কারখানায় ভয়াবহ আগুন, ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে

মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে বিসিক শিল্প নগরীর ভিতরে একটি কীটনাশক উৎপাদনকারী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিটের প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শনিবার (১২ নভেম্বর) ভোর রাতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামের কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই কারখানায় কৃষিকাজের জন্য বিভিন্ন কীটনাশক তৈরি এবং প্যাকেট জাত করা হতো বলে জানা গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান, ভোর ৪ টার দিকে আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যানপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ারসার্ভিসের সর্বমোট ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আমরা সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই৷

এ ব্যাপারে ঢাকা ফায়ারসার্ভিসের সহকারী পরিচালক অপারেশন নজমুজ্জামান বলেন, ৪টা ৪৫ মিনিটে আমরা আগুনের খবর পেয়ে প্রথমে ধামরাই ইউনিট আসে আগুনে তীব্রতা বেশি থাকায় পরে সাভার,ডিইপিজেড ও কল্যাণপুর সহ ফায়ারসার্ভিসের সর্বমোট ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৪ ঘন্টা কাজ করে আমরা ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত কমিটি ঘঠন করে আগুন লাগার কারণ এবং ক্ষয় ক্ষতির পরিমান জানানো হবে।

Print Friendly

Related Posts