আবহমান বাংলার ঋতু, প্রকৃতি এবং সংস্কৃতির সাথে ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দিতে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো হেমন্ত উৎসব।
গত ১৫ নভেম্বর উত্তরার ডিয়াবাড়িস্থ মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত মনোজ্ঞ এই হেমন্ত উৎসবের আয়োজক ছিলেন কালের কন্ঠ শুভসংঘ, মাইলস্টোন কলেজ শাখা।
হেমন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন।
ঋতুভিত্তিক বর্ণিল এই উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, ডিয়াবাড়ি ক্যাম্পাসের ইনচার্জ ও উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং কলেজের প্রশাসন বিষয়ক পরিচালক মো. মাসুদ আলম।
সকালের কোমল শিশিরভেজা হেমন্ত উৎসবে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান খান।
শুভসংঘের পক্ষে বক্তব্য রাখেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন বলেন, দেশে শিক্ষার হার বাড়লেও ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস কমেছে। দেশবরেণ্য এই সাহিত্যিক ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য প্রতিটি পরিবারে একটি করে বইয়ের আলমারি এবং বিদ্যালয়ে আবশ্যিকভাবে পাঠাগার থাকার প্রতি গুরুত্বারোপ করেন।
ইমদাদুল হক মিলন আরও বলেন, আমাদের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যা দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: শাহ বুলবুল