মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মাসব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

নিয়মিত শ্রেণি শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের মনোদৈহিক বিকাশের জন্য প্রতি বছর শিক্ষাবর্ষের শেষদিকে এসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এ ধরনের আনন্দময় আয়োজন নিয়মিতভাবে করে আসছে।

উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে অনুষ্ঠিত এই নান্দনিক আয়োজন চলবে মধ্য ডিসেম্বর পর্যন্ত। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্প্রতি এই আনন্দ আয়োজনের উদ্বোধন করেন-মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মাইলস্টোন কলেজ ডিয়াবাড়ি ক্যাম্পাসের ইনচার্জ ও উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং কলেজের প্রশাসন বিষয়ক পরিচালক মো. মাসুদ আলম।

মাইলস্টোনে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য আনন্দময় এই ক্রীড়া আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)।

একমাসের এই আয়োজনে রয়েছে দৌড়, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল, লং জাম্প, হাই জাম্প, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপের মতো বুদ্ধিবৃত্তিক ও শারিরীক কসরত প্রদর্শনের ইভেন্টগুলো।

সূত্র: শাহ বুলবুল

Print Friendly

Related Posts