মাঠে নামার আগে যে বেকায়দায় পড়েছেন রোনালদো

নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।পর্তুগালের হয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন কাতারে, এর মধ্যেই এল ঘোষণাটা। তিনি আর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় নন। এমন কিছুর আভাস সপ্তাহ খানিক আগে থেকেই ছিল।

কিন্তু বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামার আগেই যে ইউনাইটেডের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে যাবে, সেটি অনেকেরই ধারণায় ছিল না। হুট করে ঘোষণাটা আসাতেই ঘটেছে বিপত্তি।

ফিফার নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়ের বিমা না থাকলে তিনি বিশ্বকাপে খেলতে পারবে না। এই বিমা ক্লাব থেকেই করা হয়ে থাকে সাধারণত। কিন্তু প্রথম ম্যাচের আগে রোনালদো ক্লাবহীন হয়ে যাওয়ায় তাঁর বিমা নেই। তিনি কি বিশ্বকাপে খেলতে পারবেন?

পর্তুগিজ ফুটবল ফেডারেশন স্বাভাবিকভাবেই এগিয়ে এসেছে দলের সেরা তারকাকে উদ্ধারে। পর্তুগালের সংবাদমাধ্যম ডাইরিও ডি নোটিসিয়াসের খবরে বলা হয়, বিশ্বকাপে রোনালদোর খেলা নিশ্চিত করতে তড়িঘড়ি করে বিশেষ বিমা ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন এফপিএফ প্রেসিডেন্ট ফার্নান্দো গোমেজ।

আজ ঘানার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামার আগে বিমা নিয়েই খেলতে নামবেন রোনালদো।

Print Friendly, PDF & Email

Related Posts